নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে ২’শ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আজমল হোসেন উরফে কালা (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৯ মে (বুধবার) ১টার দিকে থানার এস.আই পীযূষ চন্দ্র সিংহ একদল পুলিশ নিয়ে রাত্রিকালীন ডিউটিতে দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের দুয়ারীমাটি ব্রীজের উপর অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, স্থানীয় সড়কের বাজার থেকে একজন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ইয়াবা ট্যাবলেট নিয়ে সিলেট অভিমুখী সিএনজি গাড়ীতে যাচ্ছে।
তাৎক্ষনিকভাবে এস.আই পীযূষ চন্দ্র সিংহ চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করেন। একপর্যায়ে সিএনজি গাড়ীতে থাকা যাত্রীবেশে মাদক ব্যবসায়ী আজমল পালানোর চেষ্টা করলে তাকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে এস.আই পীযূষ চন্দ্র সিংহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পেশাদার মাদক ব্যবসায়ী আজমল হোসেন উরফে কালার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মাদকের বিরুদ্ধে কানাইঘাট থানা পুলিশ জোরালো অব্যাহত সব-সময় অব্যাহত রেখেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়