Sunday, May 12

কানাইঘাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক :
মাদের নার্স, আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস পালন করা হয়েছে।

রোববার(১২ মে) দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র স্টাফ নার্স ফারহানা বেগমের সভাপতিত্বে এবং নার্সিং কর্মকর্তা ফজলে রাব্বি সাজুর সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন নার্স আনোয়ার হোসেন কয়েস।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুবল চন্দ্র বর্মণ।


বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: এরফানুল হক,প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসার ডা: তনয় কুমার বর্ধন,মেডিকেল অফিসার ডা: রিয়াজ মাহমুদ তমাল, ডা: মোস্তাফিজুর রহমান, ডা: নিশাত সায়মা প্রিয়া,ডা: সাবিহা জাহান সোনিয়া,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ বক্তব্য দেন। 

এছাড়াও  দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন স্টাফ নার্স  এম সিরাজুল হক, ওমর ফারুক,কাজী ফারজানা খাতুন,পান্না মালাকার ও মিডওয়াইফ শুকরিয়া চৌধুরী।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে কেক কাটা হয়।
 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়