নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট পৌরসভার শিবনগর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত তৃতীয় মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় শিবনগর মাঠে উক্ত মিটবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে কানাইঘাট সরকারি কলেজ এইচএসসি ২০১৮ ব্যাচ ১-০ গোলে শিবনগর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট স্টেডিয়ামের বিশিষ্ট ব্যবসায়ী লায়াল অপটিক্যাল সেন্টারের চেয়ারম্যান ক্রীড়ানুরাগী এ.আর রহমান। শিবনগর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি সাবেক কৃতি ফুটবলার হারুন রশিদ মেম্বারের সভাপতিত্বে খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কানাইঘাট উপজেলা ফুটবল দলের অধিনায়ক কৃতি ফুটবলার দেলোয়ার এইচ বাবর। পুরষ্কার বিতরণ অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাবেক কৃতি ফুটবলার জামিল আহমদ, ক্রীড়া সংগঠক সালেহ আকরাম প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকশানা জাহান।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে পুরষ্কার হিসেবে ১২ হাজার ও রানার্সআপ দলকে ৮ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কানাইঘাটের ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিত ভাবে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করার জন্য ক্রীড়া সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়