Monday, April 8

কানাইঘাটে আবুল হোসাইন খান মেমোরিয়াল ট্রাস্ট্রের ঈদসামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক ::

বিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের কানাইঘাটে আবুল হোসাইন খান মেমোরিয়াল ট্রাস্ট্রের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।


রবিবার( ৭ এপ্রিল)  বিকেলে রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামের মরহুম আবুল হোসাইনের বাগানবাড়ীতে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র  ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বিশিষ্ট মুরব্বি নজির আহমদের সভাপতিত্বে এবং আবু তাহেরের সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ছালিম আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ট্রাস্টের প্রধান উপদেষ্টা

আহমদ সুলেমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,ট্রাস্টের উপদেষ্টা খাদিজা সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আহমদ সালিকিন ফাহাদ, ডা: আনু,কয়ছর আহমদ বাবলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় ঈদ উপহার পেয়ে হতদরিদ্ররা খুশি হয়ে ট্রাস্ট্র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়