নিজস্ব প্রতিবেদক::
কানাইঘাট উপজেলায় কর্মরত দফাদার ও গ্রাম পুলিশদের মাঝে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ-উপহার সামগ্রী, লুঙ্গি এবং প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ করা হয়েছে।
শনিবার(৬ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ ঈদ-উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দফাদার ও গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ী, লুঙ্গি বিতরণকালে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, 'দফাদার ও গ্রাম পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করে থাকেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন পরিষদের সকল কাজে তারা সহযোগিতা করে থাকেন। তাদের জীবনমানের উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ঈদের আনন্দ পরিবারের সবাইকে নিয়ে যাতে করে তারা ভাগাভাগি করতে পারেন এজন্য তার ব্যক্তিগত পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদত্ত শাড়ী দেয়া হচ্ছে। কানাইঘাট ও জকিগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে সকল কাজে তাকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তার সুমন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ।
উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল গফুর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন, কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদ, বর্তমান সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, উপজেলা আঞ্জুমানে আল-ইসলা’র সাধারণ সম্পাদক হাফিজ আল-আমিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রথম বারের মতো সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ-উপহার সামগ্রী ও শাড়ী, লুঙ্গি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন দফাদার ও গ্রাম পুলিশের সদস্যরা। তারা বলেন, প্রথমবারের মতো কোন সংসদ সদস্য তাদের পরিবারের খোঁজখবর নেয়ার পাশাপাশি ঈদ উপহার সামগ্রী দিয়েছেন। এজন্য তারা সাংসদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং উপজেলা দফাদার ও গ্রামপুলিশের পক্ষ থেকে সাংসদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়