Saturday, April 6

সিলেট বিভাগীয় প্রেসক্লাবের গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিল


কানাইঘাট নিউজ ডেস্ক ::

সিলেট বিভাগীয় প্রেসক্লাবের গুণীজন সংবর্ধনা, আলোচনা ও পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল ২০২৪ইং রোজ শুক্রবার বিকাল ৪ টার সময় সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সভাপতি খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে এবং রিফাত আরা রিফা ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ এর যৌথ সঞ্চালনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ এর পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্যমে সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর গুণীজন সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান বিপ্লবী লেখক-গবেষক হাবিব আহমদ দত্তচৌধুরী, কমান্ডার বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ এর গোলাপগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব মোহাম্মদ শফিকুর রহমান, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট লেখক-সহিত্যিক ও কলামিস্ট মো: ছয়েফ উদ্দিন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ছড়াকার, সাহিত্যিক, সম্পাদক এবং সাহিত্য ক্যাফে সিলেটের প্রতিষ্ঠাতা শাহাদাত বখত সাহেদ, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী, সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো: সুয়েজ হোসেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান (রিপন), সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের লেকচারার ও ডেন্টাল সার্জন ডা: মো: মাজেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মেজর এনায়েত হোসেনের সন্তান আরাফাত হোসেন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সন্তান আলী আহমদ ও ফজলুর ইসলাম (ফজলাই)। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সহিত্যিক, লেখক, গবেষক, কবি, মুক্তিযোদ্ধা সন্তান, ডাক্তার ও সমাজে যারা বিশেষ অবদান রাখছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। 

উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহিন (সিলেট), সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী (মৌলভীবাজার), যুগ্ম সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (মৌলভীবাজার), সংগঠনিক সম্পাদক এম. আব্দুল করিম, অর্থ বিষয়ক সম্পাদক মো: সবুজ মিয়া,  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল আহমদ দূর্জয়, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সদস্য- আব্দুল মান্নান, আদনান আহমদ চৌধুরী, জাকির হোসেন, আব্দুস সামাদ আজাদ, ফয়সল আহমদ প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়