নিজস্ব প্রতিবেদক::
আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা সমাজকর্মী প্রবাসী হাফিজ মাওলানা খালেদ আহমদ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত মতবিনিময়কালে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা খালেদ আহমদ বলেন, কানাইঘাট উপজেলা হচ্ছে আলেম-উলামা ও প্রবাসী অধ্যুসিত একটি জনপদ। প্রাকৃতিক সম্পদ সহ নানা ভাবে কানাইঘাট একটি সমৃদ্ধ জনপদ হলেও এখন পর্যন্ত কাঙ্খিত উন্নয়ন মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। কানাইঘাটে আত্মসামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বির্নিমান এবং সব-ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার এবং সমাজের শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলিম-উলামা, গণ্যমানী ব্যক্তিবর্গ, তরুণ, যুব সমাজ সহ সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে করে জাতির বিবেক সাংবাদিক সমাজ সহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজ মাওলানা খালেদ আহমদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররাজনীতির পাশাপাশি অতিতে এবং বর্তমানে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। নির্বাচনে সবার স্বতঃস্ফুর্ত সমর্থন পাচ্ছেন। আলেম সমাজের প্রতিনিধি হিসেবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অতীতের মতো কানাইঘাটের ধর্মপ্রাণ মানুষ তাকে সমর্থন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদ আহমদের সাথে উপস্থিত ছিলেন, মাওলানা আমানুর রহমান চৌধুরী, মাওলানা আমিনুল ইসলাম শামীম, হাফিজ নজরুল ইসলাম, মাওলানা তৈয়বুর রহমান, সার্ভেয়ার আমিনুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, আবু বক্কর, মাওলানা হেলাল আহমদ প্রমুখ। প্রসজ্ঞত যে, সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিজ মাওলানা খালেদ আহমদের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপার গ্রামে। আলেম পরিবারের সন্তান হাফিজ মাওলানা খালেদ আহমদ কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস, সরকারি মাদ্রাসা থেকে কামিল (মাস্টার্স) এবং ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান এলএলবি করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়