নিজস্ব প্রতিবেদক ::
সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে নগরীর মীরবক্স টুলা এলাকায় একটি অভিজাত রেষ্টুরেন্টে আলোচনা সভা পরবর্তী ইফতার সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোটারিয়ান ডা: মিছবাহুল ইসলাম ও মোহনাটিভি’র সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপারের যৌথ পরিচালনায়, স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ও সংগঠনের উপদেষ্টা একে এম ফজলুর রহমান বলেন, নানাদিক থেকে কানাইঘাট উপজেলা এখনও পিছিয়ে রয়েছে। এই উপজেলার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে এবং জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিনি বলেন, জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ আজ স্বাধীন হতো না। জাতির জনকের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ওয়ান ব্যাংকের ম্যানেজার ও সংগঠনের উপদেষ্টা আর কে এম মোস্তাক চৌধুরী, দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদার, কানাইঘাট জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার বদরুল আলম, বিয়ানীবাজার শিক্ষক সমিতির সভাপতি আব্দুল তাহিয়ান, সাংবাদিক আলা উদ্দিন, শিক্ষক শাহনেওয়াজ খসরু প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সিলেট মহানগরে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়