নিজস্ব প্রতিবেদক ::
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তপক অর্পন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, সাংস্কৃতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুারালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল ১১টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধরের পরিচালনায় ৭ই মার্চের বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।
বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তোলে ধরে বক্তারা বলেন, সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যে যুগযুগ ধরে প্রেরণা যোগাবে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ। ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলেন, তার সেই ভাষণের প্রতিটি শব্দ পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম। তারই আদর্শকে লালন করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন, আবৃতি ও সংগীত প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়