নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৩য় মেধাবৃত্তি ২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি বিজিত দাসের পরিচালনায় মেধাবৃত্তি পুুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, সাবেক জেলা পরিষদ সদস্যা আলমাছ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা সরকারি সহকারি শিক্ষক সমিতির সাবেক সভাপতি খাজা আজির উদ্দিন।
বক্তব্য রাখেন, কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিব দাস ঝলক, সংগনের দায়িত্বশীল রিয়াজ উদ্দিন, কামরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ। কানাইঘাট কিন্ডারগার্টেনগুলোর শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কানাইঘাটের প্রাথমিক পর্যায়ে মেধা বিকাশে কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা সব-সময় ভালো ফলাফল করে আসছেন।
কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্র সংগঠনের উদ্যোগে তৃতীয় বারের মতো মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রশংসা করেন। সেই সাথে তিনি কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল কার্যক্রমে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রদান করেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়