নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী কানাইঘাটে ব্যস্ততম দিন কাটিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনি প্রথমে পৌরসভার বায়মপুর নির্মাণাধীন শাহী ইদগাহ মাঠ পরিদর্শন করেন। এ সময় বায়মপুর গ্রামের সর্বস্তরের লোকজন তাকে স্বাগত জানান। শাহী ঈদগাহ’র উন্নয়নে সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
এরপর সাংসদ হুছামুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে দীর্ঘদিন পর কমিটির সভাপতি সাংসদ সদস্যের উপস্থিতিতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীত করা হলেও এখন পর্যন্ত পুরোপুরি ভাবে কার্যক্রম চালু না হওয়ার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করে ডিও লেটার প্রদান এবং ৫১ শয্যার হাসপাতালের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ওটি বিভাগ চালু সহ যে সকল সমস্যা রয়েছে তা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানান। পাশাপাশি তিনি হাসপাতালে আগত সেবাপ্রাপ্তীদের চিকিৎসা সেবায় যাতে করে কোন ধরনের গাফলাতি করা না হয়, খাবারের মান ভালো রাখা, ঔষধ প্রদান, অন্যান্য চিকিৎসায় রোগীদের সেবা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মণ জনবল সংকট সহ নানা সমস্যার কথা তুলে ধরলে তা নিশ্চিত করা হলে সংসদ সদস্য হুছাম্মুদীন চৌধুরী আশ^স্থ করেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে উপজেলা সভা কক্ষে সকল দপ্তরের সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংসদ হুছামুদ্দীন চৌধুরী যোগদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে সাংসদ হুছামুদ্দীন চৌধুরীর বলেন, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন মূলক কার্যক্রম গ্রহণ করা হবে। কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়কের উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে করা হবে, এরপর নদী ভাঙ্গন রোধে কার্যক্রর ব্যবস্থা গ্রম, রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়নের সহ মানুষের প্রত্যাশা পূরণে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি তার বক্তবে আরো বলেন, ইতিমধ্যে মহান জাতীয় সংসদে কানাইঘাট ও জকিগঞ্জ এর মানুষের মৌলিক দাবী-দাওয়া গুলো তুলে ধরেছেন এবং সরকারের বিভিন্ন দপ্তরের অনেক মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে তার নির্বাচনী এলাকার সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। কানাইঘঅটে চলমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডগুলো সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের নিষ্ঠা ও সততার সাথে বাস্তবায়ন সহ জনগণের সেব নিশ্চিত করার জন্য আহ্বান জানান। সর্বশেষ সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী কানাইঘাট থানা পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান, কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। থানার অবকাঠোমোতগত উন্নয়ন এবং পুলিশ সদস্যদের থাকার জন্য ব্যারাক নির্মাণের জন্য পদক্ষেপ্ গ্রৃহণ করা হবে বলে আশ^স্থ করে সংসদ সদস্য বলেন, পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কাজ করে থাকেন। উপজেলার আইন-শৃঙ্খলা উন্নয়ন সহ অপরাধ দমন, থানায় আগত বিচার প্রাপ্তিদের কোন ধরনের হয়রানী ছাড়াই সেবা প্রদানের জন্য থানার পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পৃথক এসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, আঞ্জুমানে আল-ইসলাহ’র কানাইঘাট শাখার সভাপতি হাফিজ ফারুক আহমদ, তালামিযের কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, মাও. রেদোয়ান আহমদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্িদন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাও. আল-আমিন সিদ্দিকী সহ অনেকে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়