Wednesday, February 7

কানাইঘাটে ভারতীয় নাসির বিড়ির চালানসহ গাড়ি আটক


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট থানা পুলিশ ধাওয়া দিয়ে ৩৬ কার্টুন ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি মিনি কাভার্ড পিকআপ গাড়ি আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(৭ ফেব্রুয়ারি) বিকেল অনুমান আড়াইটার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে অবস্থান করছিলেন থানার এস.আই দেবাশীষ শর্মা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের কাছ থেকে জানতে পারেন, গাজী বোরহান উদ্দিন রোড দিয়ে ভারতীয় নাসির বিড়ি বোঝাই পিকআপ গাড়ী গাছবাড়ী বাজারের দিকে যাচ্ছে। এ সময় থানার ওসির জাহাঙ্গীর হোসেন সরদারের দিক-নির্দেশনায় পুলিশ পিকআপ গাড়ীটি থামানোর জন্য বললে গাড়ীর চালক গাড়ি না থামিয়ে দ্রুত বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশ গাড়ীটির পিছু ধাওয়া করলে গাড়ী চালক কোন উপায় না পেয়ে স্থানীয় ছত্রপুর গ্রামের ব্রীজের পাশে গাড়ী রেখে পালিয়ে যায়। পুলিশ পিকআপ গাড়ী তল্লাশী করে ৩৬ কার্টুন (৬ লক্ষ ৯৩ হাজার পিস) ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে নাম্বার বিহীন মিনি কাভার্ড পিকআপ গাড়ী সহ থানায় নিয়ে আসেন। আটককৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা বলে জানা গেছে।

এছাড়াও ভারতীয় নাসির বিড়ি আটক অভিযানে ছিলেন, থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ, এস.আই মাসুম আলম, এস.আই রাম চন্দ্র দেব।

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভারতীয় বিড়ি আটকের ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়