নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর (রতনপুর) গ্রামের নজরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী হোছন আহমদকে (৫০) গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে সিলেট শহর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় নজরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী একই গ্রামের মৃত সফর আলীর পুত্র হোছন আহমদকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা খালেদ মিয়া জানান, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে এবং থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় নজরুল ইসলাম হত্যা মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশ নিয়মিত ভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছিল। ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী হোছন আহমদকে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার তাকে থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়