বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় হলরুমে পরিচালনা কমিটির সভাপতি ও কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নুরুল আম্বিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এ.কে.এম শামছুজ্জামান বাহার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শুরুতেই স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি শামছুজ্জামান বাহার সহ অতিথিবৃন্দ। পরে অতিথিবৃন্দকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়