নিজস্ব প্রতিবেদক ::
দীর্ঘদিন পর কানাইঘাট উপজেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা মঙ্গলবার(৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সদস্য বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তনয় কুমার বর্ধন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা, নার্সবৃন্দ।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ব্যাপক আলোচনা করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ৫১ শয্যা বিশিষ্ট নতুন ভবনের চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভাবে চালু এবং স্বাস্থ্য সেবার পরিধি আরো বাড়ানো, হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহ রোগীদের আরো উন্নত চিকিৎসা সেবা প্রদান, অপারেশন থিয়েটার ও গর্ভবতী মায়েদের প্রসূতি ইউনিট চালু, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ সহ অন্যান্য কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত সহ নিয়মিত উপজেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা করার উপর গুরুত্বারূপ করা হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন ৪র্থ শ্রেণির কর্মচারী, পরিচ্ছন্ন কর্মী ও ঝাড়ুদারের অধিকাংশ পদ শূন্য থাকার কারনে স্বাস্থ্য সেবা প্রদানে কিছুটা বিঘ্ন সহ হাসপাতালের পরিষ্কার, পরিচ্ছন্নতা রাখা অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। হাসপাতালে প্রতিদিন ইনডোর-আউটডোরে রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানোর জন্য চিকিৎসকরা আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। হাসপাতালের বিরাজমান সমস্যা নিরসনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিশ্চিত সহ বিরাজমান সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্যের কথা বলে সবকিছুর ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে, আজকের সভায় উপজেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ের অনুপস্থিত কর্মকর্তাকে শোকজ করার জন্য মস্তাক আহমদ পলাশ আহ্বান জানান।
উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন নিষ্ঠার সাথে হাসপাতালে আগত সেবাপ্রাপ্তিদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ডাক্তাদের প্রতি নির্দেশনা দেন এবং হাসপাতালের সমস্যাগুলো চিহ্নিত করে ডাক্তার সহ অন্যান্য কর্মচারীদের শূন্যপদ পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান। এখন থেকে নিয়মিত ভাবে প্রতি মাসে উপজেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা করা হবে বলে জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়