কানাইঘাট নিউজ ডেস্ক :
ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন ক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তাওহীদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রার্থীতা প্রত্যাহার ও আপিলের শেষ দিনে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় তাকেসহ মোট ১৩টি পদে প্রতিদ্বন্ধিকারীদের বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।
তাওহীদুল ইসলাম সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের মীরমাটি গ্রামের মরহুম প্রকৌশলী আখতারুজ্জামান তোতা মাস্টারের ছেলে।
তিনি ২০০৪ সাল থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ও এ যাবৎ পর্যন্ত তিনি সুনামের সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন।
এক প্রতিক্রিয়ায় সাংবাদিক তাওহীদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সিলেট অনলাইন প্রেসক্লাব নির্বাচনে আমাকে ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করায় ক্লাবের সকল সদস্যেদের আন্তরিক ধন্যবাদ জানাই। অনেকেই আমাকে অভিনন্দন জানাচ্ছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সিলেট ডটকমের সম্পাদক মুহিত চৌধুরী, সেক্রেটারি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়