Sunday, January 14

কানাইঘাট পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদক: 

কানাইঘাট পৌরসভায় সরকারি ভাবে শীতার্তদের জন্য বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার পৌরসভার মেয়র লুৎফুর রহমান, পৌরসভার প্রকৌশলী মনির উদ্দিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর বিলাল আহমদ সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরগণের উপস্থিতিতে নিজ নিজ ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। 

শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র লুৎফুর রহমান বলেন, বর্তমান সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন সেবার আওতায় নিয়ে এসেছেন। শীতের এ সময় দেশের খেটে খাওয়া দরিদ্র লোকজন যাতে করে শীতে কষ্ট না পান এজন্য সরকারি ভাবে সারাদেশে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে কানাইঘাট পৌরসভায় ৪৭০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন সমাজ হৈতশী ব্যক্তিবর্গকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান। 

শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, ঢাকা ট্রিবিউনের সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার আহমদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়