নিজস্ব প্রতিবেদক ::
নবগঠিত কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা বুধবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারজানা নাসরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, সাংবাদিক নিজাম উদ্দিন, এনামুল হক, ইকবাল আহমদ।
সভায় জাতীয় ক্রীড়া পরিষদের বিধি অনুযায়ী বিভিন্ন অনুচ্ছেদের আলোকে সদস্যদের অন্তর্ভুক্তি করণসহ উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনী কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া উপজেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে খেলাধূলার উপর গুরুত্বারূপ করা হয়।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়