Friday, December 22

কানাইঘাট পৌর আ.লীগের মতবিনিময় সভা ও নির্বাচনী প্রচার


নিজস্ব প্রতিবেদক ::

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের নৌকা প্রতীকের সমর্থনে কানাইঘাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের নিয়ে নৌকার সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীনের পরিচালনায় নেতাকর্মীদের উপস্থিতিতে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ নৌকাকে বিজয়ী করার জন্য এখন থেকে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারনা জোরদার সহ সেন্টার কমিটি গঠনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেন।

মতবিনিময় সভা শেষে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কানাইঘাট বাজারে নৌকার সমর্থনে সর্বস্তরের ভোটার ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়