নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস বিরাজ করছে।
গত রবিবার(২৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
সিলেট-৫ আসনে বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের নাম ঘোষণার পর কানাইঘাট-জকিগঞ্জ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, শোভাকাঙ্খীরা আনন্দ-উল্লাসে মেতে উঠেন।
মাসুক উদ্দিন আহমদকে নৌকার মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের নির্বাচনী মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং মাসুক উদ্দিন আহমদ দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার রাতে কানাইঘাটের সড়কের বাজার, সুরইঘাট বাজার, জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ পৌর শহর, কালিগঞ্জ বাজার, শরিফগঞ্জ বাজার, বাবুর বাজার, শাহগলি বাজার ও শাহবাগে আনন্দ মিছিল বের করেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এরপর ছাত্র থাকা অবস্থায় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের চরম দুঃসময়ে কানাইঘাট-জকিগঞ্জের নেতাকর্মীদের পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কখনও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। একজন সৎ, আদর্শবান নেতা হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তাকে বিভিন্ন সময়ে মূল্যায়ন করেছেন। উন্নয়ন সহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়া জনপদ কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের প্রতিটি দাবী-দাওয়া বাস্তবায়নে মাসুক উদ্দিন আহমদ অগ্রভাগে ছিলেন। তাকে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ায় দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ভোটাররাও অত্যন্ত খুশি। ২০২৪ সালের ৭ জানুয়ারী নির্বাচনে এ জনপদের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের প্রিয় নেতা মাসুক উদ্দিন আহমদকে বিজয়ী করবেন তারা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ঢাকা থেকে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নৌকা মার্কার সমর্থনে স্লোগান দেন।
মাসুক উদ্দিন আহমদ দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মী, জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সব-সময় মানুষের পাশে তিনি ছিলেন এবং আজীবন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবেন। জাতির পিতার যোগ্য উত্তরসূরী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ দলের নির্বাচনী মনোনয়ন বোর্ড তাকে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়