Thursday, November 23

সিলেটে ‘দৈনিক আধুনিক কাগজ’ অনলাইনের যাত্রা শুরু


কানাইঘাট নিউজ ডেস্ক:

 স্মার্ট পাঠকের স্মার্ট দৈনিক’ স্লোগানে অনলাইন প্ল্যাটফর্মে যাত্রা শুরু করলো বিশ্বের প্রথম ভিউজ পেপার দৈনিক আধুনিক কাগজ।

 বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর খাসদবিরস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে দৈনিক আধুনিক কাগজের নিউজপোর্টাল www.adhunikkagoj.com এর শুভ উদ্বোধন করা হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকার নিজস্ব কার্যালয় এবং অনলাইন নিউজপোর্টালের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় মেয়র বলেন, স্মার্ট পাঠকের স্মার্ট দৈনিক স্লোগানে প্রকাশিতব্য আধুনিক কাগজের নিজস্ব ভবনে যাত্রালগ্নে পত্রিকার সকল কলাকুশলিকে অভিনন্দন জানাই। এই টিমের সাথে আমি আগেও কাজ করেছি। তাদের বিশেষত্ব হলো, এখানে প্রত্যেকেই প্রতিশ্রুতিশীল সাংবাদিক। দৈনিক আধুনিক কাগক দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে কাজ করবে, শুভ সূচনালগ্নে এটাই আমার প্রত্যাশা।

 

এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, প্রকাশক দেওয়ান সাঈদ চৌধুরী টিপু, আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেটপ্রতিদিন২৪.কমের সম্পাদক সাজলু লস্কর, দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক এস এম সুজন, ম্যানেজমেন্ট ইনচার্জ মিঠু দাস জয়, সিনিয়র রিপোর্টার রাশেদুল হোসেন শোয়েব, প্রধান প্রতিবেদক জিকরুল ইসলাম, মফস্বল সম্পাদক মেহেদী হাসান, মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাস, নিজস্ব প্রতিবেদক মাহবুবুল করিম তুহিন, সহকারী মাল্টিমিডিয়া ইনচার্জ আহমেদ সবুজ, গোয়াইনঘাট প্রতিনিধি কাওছার আহমদ রাহাত, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফখর উদ্দিন, কানাইঘাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহবুব, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সিলেট জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক মনিরুল হক পিনু, যুবলীগ নেতা বদরুল হক, জামিল চৌধুরী, ছাত্রলীগ নেতা তানজির আহমদ, আরাফাত হক প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়