নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা এলাকার পঞ্চায়েত মুরব্বী আব্দুল মতিন কটইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনীত কারনে গত শনিবার সকাল ১১টা ২০ মিনিটের সময় বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন কটই তাঁর নিজ বাড়ী ডাউকেরগুল গ্রামে মারা যান (ইন্নানিল্লাহি..........রাজিউন)।
মৃত্যুকারে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকার পঞ্চায়েত মুরব্বী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন কটই’র মৃত্যুসংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে অনেকে তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন। শনিবার রাত ৮টায় তার জানাজার নামাজ ডাউকেরগুল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে মরহুমের সহকর্মী বীরমুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের হাজারো মানুষ শরীক হন। পরে তার লাশ গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এদিকে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন কটই এর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজমুল হক, বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাবেক জেলা পরিষদ সদস্য আলমাছ উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সহ আরো অনেকে।
শোকদাতারা বলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন কটই এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিত্ব ছিলেন। এলাকার প্রতিটি ভাল কাজে তিনি সব-সময় অংশগ্রহণ করতেন। তাঁর মৃত্যুতে কানাইঘাটবাসী একজন জাতির শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়