Monday, November 20

সিলেট-৫ আসনে আ.লীগের মনোনয়পত্র জমা দিলেন জুলিয়ান চৌধুরী


কানাইঘাট নিউজ ডেস্ক  ::

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-৫( কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন যুক্তরাষ্ট্র নিউজার্সি সিটি আওয়ামী যুবলীগের সভাপতি জুলিয়ান চৌধুরী রাহী।

সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষ থেকে  মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়া হয়।

তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন সাতবাঁক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলী আহমদ।

মনোনয়ন ফরম দাখিল শেষে আওয়ামী লীগ নেতা আলী আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এ শপথ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে যুক্তরাষ্ট্র নিউজার্সি সিটি আওয়ামী যুবলীগের সভাপতি জুলিয়ান চৌধুরী রাহীর পক্ষে আমি নৌকার মনোনয়ন দাখিল করেছি।

তিনি আরো বলেন,উনি সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। উনার রাজনৈতিক জীবনে কখনও দলীয় নীতি আদর্শ বহির্ভূত কোনও কাজ সে করেনি। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়