Tuesday, October 24

কানাইঘাটে সুরমা নদীতে প্রতিমা বিসর্জন


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার ৩১টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাব গম্ভীর ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

দুর্গাপূজার শেষ দিনে মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সুরমা নদীর ঘাট সহ অন্যান্য এলাকায় ৩১টি মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বির্সজনের পুরো বিষয়টি তদারকি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন, কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা, থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ।

প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দুর্গা কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস, শ্যামল চন্দ্র দাস সহ আরো অনেকে।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, প্রতিটি পূজা মন্ডপে পুলিশের চার স্তরের নিরাপত্তা সহ নজরদারী থাকার কারণে এবং সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে কানাইঘাটের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন কানাইঘাটে সব সময় তারা সম্প্রীতির মাধ্যমে তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়