নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ট্রলি ভর্তি পাথরসহ মিজানুর রহমান (২৪) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাকৃত উপজেলার চরিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মিজানুর রহমান (২৪)। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়- শনিবার (২১ অক্টোবর) উপজেলার ৩নং দিঘিরপাড় ইউপির ধনমাইরমাটি এলাকা থেকে লোভা নদীর দুই পাড়ে জব্দকরা স্তূপকৃত পাথর থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে পাথর ভর্তি একটি ট্রলিও।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহম্মদ। তিনি জানান, এ বিষয়ে কানাইঘাট থানা মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২৩(১০)২৩।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শেয়ার করুন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়