নিজস্ব প্রতিবেদক :
সংযুক্ত আরব আমিরাতে মোঃ সমসুর উদ্দিন(৪৮) নামে কানাইঘাটের এক প্রবাসী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার (৩ অক্টোবর ) দুপুরে প্রবাসী সমসুর উদ্দিন হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সমসুর উদ্দিন কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের ইসমাইল আলীর ছেলে। তিনি বিবাহিত, দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে তার।
এদিকে প্রবাসী সমসুর উদ্দিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে আনা হবে বলে স্বজনরা জানিয়েছেন ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়