Wednesday, October 25

গণ সমাবেশ সফল করতে কানাইঘাটে জমিয়তের মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার  (২৬ অক্টোবর) বিকেল ২টায় কানাইঘাট পূর্ব বাজারে গণ সমাবেশ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গণ সমাবেশ সফলের লক্ষ্যে বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার কার্যালয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি ইবাদুর রহমান বলেন, 'ইহুদীবাদী দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা, জুলুম নির্যাতন চালাচ্ছে। ইসরাইলের এ বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে আগামীকাল আমরা শান্তিপূর্ণ সমাবেশ করবো। ' গণ সমাবেশ সফল করতে ইতোমধ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট পৌর শাখার সভাপতি মাওলানা এবাদুর রহমান,সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাবিব আহমদ, সেক্রেটারি মাওলানা খালেদ আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াহইয়া আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, যুব জমিয়ত কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, ছাত্র জমিয়ত কানাইঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ মাওলানা রিয়াজ আহমদ, ছাত্র জমিয়ত কানাইঘাট উপজেলা শাখার সদস্যসচিব আব্দুল কুদ্দুস।
সভায় নেতৃবৃন্দ  আগামীকাল ২৬ অক্টোবর বৃহস্পতিবার  বিকেল ২টায় কানাইঘাট পূর্ব বাজারে জমিয়তে উলামায়ে ইসলামের গণ সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়