নিজস্ব প্রতিবেদক ::
সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশের সহধর্মিনী সুহাদা বেগম ও ছোট ছেলে মেহদী হাসানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার(২ অক্টোবর) সুহাদা-মেহদী স্মৃতি পরিষদের উদ্যেগে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়। এরমধ্যে পবিত্র যোহরের নামাজের পর কানাইঘাট পৌরসভার দলইমাটি জামে মসজিদে মিলাদ মাহফিল পরবর্তী সুহাদা বেগম ও মেহদী হাসানের কবর জিয়ারত করা হয়।
এছাড়াও কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির রহিমিয়া আলিম মাদ্রাসার উদ্যেগে মাদ্রাসা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য ২০১৫ সালের ২ অক্টোবর মস্তাক আহমদ পলাশ স্বপরিবারে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে আউশকান্দিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা স্বীকার হন। এতে ঘটনাস্থলে মস্তাক আহমদ পলাশের সহধর্মিনী সুহাদা বেগম ও তার ছোট ছেলে মেহদী হাসানের মৃত্যু হয়। ঐদিন আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ গুরুত্বর আহত হয়েছিলেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়