Thursday, October 12

কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুর রহমান বারাকাতকে সভাপতি, শামীম উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি ও বাবুল আহমদকে সাধারণ সম্পাদক এবং আফজাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে উপজেলা জাতীয় পার্টির ১১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

অপরদিকে সেলিম উদ্দিনকে সভাপতি, হাজী আব্দুল মালিককে সিনিয়র সহ-সভাপতি ও জুবেল আমিনকে সাধারণ সম্পাদক, এবং মোঃ কিবরিয়া সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কানাইঘাট পৌর জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে।

 

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল­াহ সিদ্দিকী, মকসুদ ইবনে আজিজ লামার সুপারিশের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর সিলেট জেলা জাপার সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ উসমান আলী কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির এই কমিটির অনুমোদন দেন।

 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বাবুল আহমদ জানিয়েছেন, পার্টির নেতাকর্মীদের ঐকবদ্ধ্য করার স্বার্থে গত ২৩ সেপ্টেম্বর উপজেলার জাপার কমিটি ঘোষণা করা হলেও, কিছুটা বিলম্বিত হওয়ার পর আনুষ্ঠানিক ভাবে জাপার কমিটি ঘোষণা করেছেন জেলা নেতৃবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়