Monday, September 18

সিলেটের শাহপরানে 'হোটেল আপন প্যালেস'র শুভ উদ্ধোধন


নিজস্ব প্রতিবেদক :

নাড়ম্বর অনুষ্ঠান, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে  সিলেট সিটি করপোরেশনের শাহপরান মাজার রোডে তিন তারকা মানের হোটেল  আপন প্যালেসের শুভ উদ্ধোধন করা হয়েছে।  

আজ সোমবার( ১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হোটেল আপন প্যালেসের ফিতা কেটে শূভ উদ্ধোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। হোটেল আপন প্যালেসের উদ্ধোধনকালে এডভোকেট নাসির উদ্দিন খান বলেন,'আধ্যাত্মিক নগরী পর্যটন সমৃদ্ধ সিলেটের শাহপরান মাজার রোডে তিন তারকা মানের সবধরনের সুযোগ সুবিধা নিয়ে হোটেলের যাত্রা শুরু হওয়ার সিলেটে আসা পর্যটক, ভ্রমণপিপাসুরা এখানে নিরিবিলি পরিবেশে থাকা,খাওয়া সহ সবধরনের সুযোগ,সুবিধা পাবেন। শাহপরান ইয়ামনী(রহ:) মাজার রোডে এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় তিনি প্রতিষ্ঠানটির মালিক ব্যবসায়ী উদ্যোক্তা ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিনকে ধন্যবাদ জানান। '

সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সঞ্চালনায় এসময় হোটেল আপন প্যালেসের স্বত্বাধিকারী নাজিম উদ্দিন বলেন,'তার বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীসহ সিলেটের সূধীজনের পরামর্শে শাহপরান এলাকায় যাতে করে নিরিবিলি সুন্দর পরিবেশে যারা দেশ-বিদেশ থেকে শাহজালাল (রহ:) ও শাহপরান (রহ:) এর মাজার জিয়ারতে আসার পাশাপাশি যারা পর্যটন সমৃদ্ধ সিলেটে বেড়াতে আসেন, তারা যাতে করে কম খরচে সুন্দর পরিবেশে থাকা,খাওয়া সহ সব ধরনের সুযোগ সুবিধা পান,এজন্য তিন তারাকা হোটেল আপন প্যালেসের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার পরিকল্পনা রয়েছে সিলেট শহরের মধ্যে হোটেল আপন প্যালেসকে বিশ্বমানের একটি প্রতিষ্ঠানে গড়ে তোলা। এক্ষেত্রে সিলেটের ব্যবসায়ী সমাজ, রাজনৈতিক মহল,জনপ্রতিনিধি,সূধীজনদের সহযোগিতা কামনা করেছেন।' 

হোটেল আপন প্যালেসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কবির আহমদ,অর্থ সম্পাদক শমসের জামান,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল,উপ প্রচার সম্পাদক সুহেব আহমদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি,কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জাওয়াদ খান,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজেল আহমদ তালুকদার কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাবেক জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন,শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল আহমদ,জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান। 

হোটেল আপন প্যালেসের স্বত্বাধিকারী  নাজিম উদ্দিনের ছোট ছেলে হাফিজ এহসান উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া পরিচালনা করেন মাওলানা নাইম উদ্দিন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়