Sunday, September 24

কানাইঘাটে দেশের প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা


কানাইঘাট নিউজ ডেস্ক :

সিলেটে দেশের প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও বেঙ্গলস ডলফিনসের অংশগ্রহণে এবং কানাইঘাট ক্রীড়া সংস্থার সহযোগিতায় কানাইঘাট উপজেলার সুরমা নদীর ব্রিজ থেকে সিলেট নগরের কিনব্রিজ পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

শনিবার(২৩ সেপ্টেম্বর)  সকাল ৭টা ৩৬ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রায় সাড়ে ১১ ঘণ্টা সাঁতার কেটে কিনব্রিজ জিরো পয়েন্টে প্রতিযোগীরা আসেন। ছেলেদের মধ্যে ১ম বিজয়ী বরগুনার সাইফুল ইসলাম রাসেল ও মেয়েদের মধ্যে ১ম বিজয়ী গাইবান্ধা সদর উপজেলার সোহাগী আক্তার। ছেলেদের মধ্যে ৩য় স্থান অধিকার করেন মনিরুজ্জামান, ৪র্থ আলী রনক, ৫ম বদর উদ্দিন, ৪৫ কিলোমিটার ৬ষ্ট স্থান অধিকার করেন আল আমিন আকিক, ৫০ কিলোমিটারে ৭ম স্থান অধিকার করেন মো. জামিল হোসেন। প্রতিযোগিতায় ১১জন প্রতিযোগী অংশ নেন ।

কিনব্রিজ প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের উপ-সচিব দেলোয়ার হোসেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়