Friday, September 8

কানাইঘাটে দু’মাসে অর্ধকোটি টাকার মালামাল আটক


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট থানা পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযানে কানাইঘাটে চোরাচালান কর্মকান্ড অনেকটা কমে এসেছে। বিশেষ করে থানা পুলিশের একাধিক টিম প্রতিদিন চোরাচালান ও মাদক বিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছেন। পাশাপাশি প্রতিদিন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত পলাতক এবং নিয়মিত মামলার আসামীদের গ্রেফতার করছে পুলিশ।

সম্প্রতি সময়ে দেশে চিনির দাম বেড়ে যাওয়ার কারনে চিনিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পন্য কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করে আসছিল। পুলিশের তৎপরতার কারণে অনেকটাই কমে এসেছে চোরাচালান। গত দুই মাসে অর্ধ কোটি টাকার ভারতীয় চিনিসহ বিভিন্ন প্রকার চোরাই মালামাল আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। পুলিশি অভিযান জোরদার করার কারনে রাস্তা-ঘাটে বেপরোয়া গতিতে ভারতীয় চোরাই পণ্য পরিবহন পিকআপ-সিএনজি সহ হাট-বাজারগুলোতে চিনি মজুদ ও সরবরাহ অনেকটা কমেছে।

থানা পুলিশের অভিযানে গত জুলাই মাসে ১০০ বস্তা (৫ হাজার কেজি) ভারতীয় চিনি, ৯৫২ পিস ভারতীয় শাড়ি, ২৭০ বোতল বিদেশীমদ, ৮টি ভারতীয় মহিষ এবং আগস্ট মাসে ৯৯ বস্তা (৪ হাজার ৯৫০ কেজি) ভারতীয় চিনি, ৪৬টি ভারতীয় সিএনজি গাড়ীর টায়ার, ১৯০ পিস ইয়াবা, ৬২ হাজার পিস নাসির বিড়ি, ৪২ বোতল বিদেশী ও ৫৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ, ৩০ বোতল ফেন্সিডিলসহ অর্ধকোটি টাকার মালামাল আটক করা হয়েছে। এছাড়াও ভারতীয় চিনি পরিবহণের কাজে ব্যবহৃত কয়েকটি সিএনজি অটোরিকশা ও পিকআপ গাড়ীও জব্দ করে পুলিশ।

গত জুলাই মাসে এসব ভারতীয় অবৈধ মালামাল আটকের সাথে জড়িতসহ অন্যান্য বিভিন্ন মামলার ৪৯ জন আসামী গ্রেফতারের পাশাপাশি ২টি মাদক ও ৬টি বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং আগস্ট মাসে ৪১ জন বিভিন্ন মামলার আসামী গ্রেফতার সহ ৫টি মাদক ও ৬টি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চোরাচালান বিরোধী অভিযানের বিষয়ে জানতে চাইলে থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য থানা পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন। দেশে চিনির দাম বেড়ে যাওয়ার কারনে ভারত থেকে অবৈধভাবে চিনি আনা বন্ধ করতে এর সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করা হয়েছে। ভারতীয় চিনিসহ অন্যান্য মালামাল এবং মাদক দ্রব্যের কেনা-বেচার সাথে জড়িতদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কারনে বর্তমানে চোরাচালান অনেকটা কমে এসেছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার আহ্বান জানিয়েছেন তিনি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়