নিজস্ব প্রতিবেদক :
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ এর উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সূধীজন ও শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে জাতীয় স্থানীয় সরকার দিবসের বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোপাল চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, কানাইঘাট থানার ওসি (তদন্ত) উজায়ের আল-মাহমুদ আদনান, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফা, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী।
সকল দফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় স্থানীয় সরকার দিবসের ৩দিন ব্যাপী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দফতর, থানা পুলিশ সহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্টল অংশগ্রহণ করবে। এসব স্টলে প্রতিটি দফতরের স্থানীয় সরকারের সেবার পরিধি তুলে ধরা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়