Saturday, September 2

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে পলাতক ১০ আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ওয়ারেন্টভূক্ত ১০ আসামীকে গ্রেফতার করেছে।

 

থানা পুলিশের মিডিয়া অফিসার এস.আই দেবাশীষ শর্মা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মার দিক নির্দেশনায় ও থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে থানা পুলিশের কয়েকটি টিম গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেন পুলিশ।
 


উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামের বশির উদ্দিনের পুত্র সাকিব (১৯), বাউরভাগ ৩য় খন্ড গ্রামের সুরুজ আলীর পুত্র আনিসুল হক তার স্ত্রী তাহেরা বিবি, একই গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র নছির আলী, মাদারপুর গ্রামের শাহনুর আলীর স্ত্রী রোকশানা বেগম তার ছেলে বিলাল আহমদ, বড়খেওড় গ্রামের ছমসুল হকের পুত্র শাহার উদ্দিন তার স্ত্রী ফাতেমা বেগম তার ছেলে আনোয়ার হুসেন, মৃত রফিকুল হকের পুত্র আকমল হুসেন, নিয়মিত মামলার আসামী মহেশপুর খলা গ্রামে বসবাসরত শমসেরের পুত্র কামরুল বাহার (১৯), একই গ্রামের আলা উদ্দিন আলাইর পুত্র পারভেজ আহমদ (১৯), সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাসিন্দা কানাইঘাট বাজারে বসবাসরত মৃত খোকন আলীর পুত্র সিদ্দিকুর রহমান (৬৫)।
 

গ্রেফতারকৃত আসামীদের আজ শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়