Friday, September 1

কানাইঘাটে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় পৌর শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাজ উদ্দিন সাজুর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, আব্দুর রহমান,কানাইঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রুমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, দিঘীরপার ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন, সাঁতবাক ইউনিয়ন বিএনপির সভাপতি ফখর উদ্দিন,বড়চতুল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মঞ্জুর আহমদ।

উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি জালাল আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিক আহমদ, যুগ্ম আহবায়ক বদরুল আলম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন, পৌর কৃষকদলের সদস্য সচিব খয়ের উদ্দিন,বিএনপি নেতা নজরুল ইসলাম, মামুন আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মারুফ আহমেদ, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, মাওলানা শফিক আহমদ, রাসেল আহমদ রানা,উপজেলা যুবদলের সদস্য সাহেদ আহমেদ, সাইফুর রহমান, যুবদল নেতা বাহার উদ্দিন, যুবদল নেতা মোঃ ইয়াহইয়া।

স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল্লাহ বাহার, উপজেলা ছাত্রদলের আহবায়ক এম এইচ আল-আমিন, সদস্য সচিব রাসেল চৌধুরী, যুগ্ম আহবায়ক রুহুল ইসলাম, ছাত্রদল নেতা হাফিজ আহমেদ সুজন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ, যুবদল নেতা হেলাল আহমদ, সুমন আহমদ, খায়রুল ইসলাম, মোঃ সামছুদ্দিন, আসবেল আহমদ,  আব্দুর রহমান লিমন,ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, যুবদল নেতা শামিম আহমেদ,খায়রুল, ইসলাম, সাদিক আহমেদ, বাবুল আহমদ, ছাত্রদল নেতা রাসেল আহমদ, পৌর ছাত্রদল নেতা এসকে সাকিল প্রমুখ। 

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়