নিজস্ব প্রতিবেদক:
পাওনা টাকা খোঁজতে গিয়ে কানাইঘাটে কোকলা কোম্পানির সেলস ম্যানকে মারধর করে ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি ধারালো ছুরা দিয়ে হত্যার হুমকির ঘটনায় থানায় দরখাস্ত দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কোকোলা কোম্পানীর কানাইঘাটের এস.আর উপজেলার বড়চতুল ইউনিয়নের বড়চতুল হকারাই গ্রামের মৃত সাইদুর রহমানের পুত্র নাসির আহমদ গত বুধবার (৩০শে আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বড়চতুল গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র বড়চতুল হাই স্কুলের পাশে অবস্থিত স্টেশনারী দোকানে আলিম উদ্দিনের কাছে কোম্পানীর পণ্য বিক্রির পাওনা ২’শ টাকা খোঁজতে যান।
এ সময় দোকানী আলিম উদ্দিন উত্তেজিত হয়ে সেলস্ ম্যান নাসির আহমদকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে নাসিরকে শারীরিক ভাবে মারপিট শুরু করে নাসির আহমদের কাছে থাকা কোম্পানীর পণ্য বিক্রির নগদ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নেয় আলিম উদ্দিন।
এ সময় আলিমের মারধরের হাত থেকে ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে নাসিরের বড় ভাই দিলদার হোসেনকে ধারালো ছুরা হাতে নিয়ে খুন করার হুমকি দেয় আলিম উদ্দিন। পরে স্থানীয় কিছু লোকজন এগিয়ে এসে দোকানী আলিম উদ্দিনকে নিবৃত্ত করেন। পরে মারধরের স্বীকার নাসির আহমদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাও নেন।
এ ঘটনায় কোকোলা কোম্পানীর সেলস্ ম্যান নাসির আহমদ বাদী হয়ে গত বুধবার রাতে কানাইঘাট থানায় দোকানী আলিম উদ্দিনকে আসামী করে সমূহ অভিযোগ এনে দরখাস্ত দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে থানার এএসআই ওলিউল গত বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগে নাসির আহমদ আরো উল্লেখ করেছেন, আলিম উদ্দিন একজন খারাপ প্রকৃতির লোক। সে একটি মামলায় ১৭ বছর সাজা কেটেছিল। দোকানে সব-সময় মদ-গাঁজা সেবন করে থাকে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়