Saturday, August 5

কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক :

তিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শুক্রবার(৪ আগস্ট) বিকেল ৫টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও কার্যনির্বাহী কমিটির প্রথম সদস্য রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সহ-সভাপতি আব্দুন নূর, শাহিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আসআদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকী, তথ্য প্রযুক্তি ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আজাদ। 

সভায় ক্লাবের চলমান নির্মানাধীন ভবনের কাজ সকলের সাহায্য সহযোগিতায় বাস্তবায়ন করতে ক্লাবের সকল সদস্যদের আরো সক্রিয় ভূমিকা পালন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এছাড়া সভায় ক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকীর পিতা পঞ্চায়েত মুরব্বী সমাজসেবী মরহুম নুরুদ্দিনের মৃত্যুতে শোক প্রস্থাব গৃহীত হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়