নিজস্ব প্রতিবেদক:
অষ্ট্রেলিয়ায় আন্তর্জাতিক রোটারি সম্মেলন শেষে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্ণর, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের স্বদেশ আগমনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সিলেট পৌঁছালে প্রথমে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুলেল শুভেচ্ছা এবং পরবর্তীতে নগরীর একটি হোটেলে সংবর্ধনা দেয়া হয়।
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংবাদিক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ জোনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ শহীদুল হক সুহেল, রোটারি ক্লাব অফ সিলেট গ্রীণ সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান আলমগীর হুসেন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান দেলোয়ার হুসেন পিএইচএফ।
সংবর্ধনা অনুষ্ঠান ও বিমানবন্দরে জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমদ লিমন, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুমীন রশীদ, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য এম.এ ওয়াহিদ চৌধুরী, মানবিক টিম কানাইঘাটের প্রধান পৃষ্ঠপোষক মাহবুব আব্দুল্লাহ,আব্দুল্লাহ আল মাছুম, জুলকারনাইন সাইরাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়