Saturday, August 26

কানাইঘাটে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার


কানাইঘাট নিউজ ডেস্ক :

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নের্তৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে সিলেট জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল কানাইঘাট সার্কেল জনাব অলক কান্তি শর্ম্মা এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোঃ গোলাম দস্তগীর আহমেদ এর নেতৃত্বে সি,আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী রেজওয়ানুল কবির(২২) পিতা:শরিফ উদ্দিন সাং ছোটোদেশ কে কানাইঘাট থানার এ,এস,আই শুকেশ পাউল(নি:)গ্রেফতার করেন উল্লেখিত উক্ত মামলার বাদী-জলাল উদ্দিন বলেন এই মামলার অন্যতম আসামি নোমান আহমদ (২৫) পিতা:আব্দুস ছালাম গ্রামঃকায়স্থগ্রাম উত্তর মহল্লা এখোনো পলাতক রহিয়াছে সে সাথে প্রধান আসামী রেজওয়ানুল কবির কে আজ কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেন এবং কানাইঘাট থানা পুলিশকে তিনি ধন্যবাদ জানান। এজহারে উল্লেখযোগ্য যে গত ২৫/৫/২০২২ ইং তারিখে অনুমানিক সকাল ১১.০০ ঘটিকার সময় কানাইঘাট বাজারে শাপলা পয়েন্টের পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে বাদির ভাগনা সুলতান আহমদ(১৯)ঐ দিন তার সাথে থাকা একটি ব্যাগে তার বিদেশের ভিসার জন্যে ২ লক্ষ টাকা নিয়া তার বোনের জামাতার বাড়িয়ে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে তাকে আটক করে এক সময় তাহাকে চাকু দিয়ে কুপ মেরে তাকে রক্তাক্ত জখম করে রেজওয়ানুল কবির পিতা শরিফ উদ্দিন গ্রাম:ছোটোদেশ এবং তার সাথে থাকা নোমান আহমদ পিতা:আব্দুস সালাম কায়স্থ গ্রাম উত্তর মহল্লা দ্বয় টাকা নিয়ে পালিয়ে যায় পরে সুলতান আহমদের আপন মামা জলাল উদ্দিন বাদী হয়ে সিলেট কোর্টে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর বরাবরে অভিযোগ দায়ের করেন। (অন্যদিকে কানাইঘাট থানার এস,আই মিজানুর রহমান (নি:)কানাইঘাট থানার মামলা নং২৭/১৬১ এর জলাল উদ্দিন পিতা মৃত:আজিজুর রহমান সাং:সোনাতলা কান্দি এবং একই মামলার আসামী আবুল কালাম পিতা:আব্দুল হাই সাং:সোনাতলা কান্দি কানাইঘাট, জেলা-সিলেট’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার মিডিয়া অফিসার দেবাশীষ শর্ম্মা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়