Saturday, August 5

কানাইঘাটে পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাট থানা পুলিশ গত শুক্রবার(৪ আগস্ট)  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে। 

পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার ডাউকেরগুল গ্রামের কয়ছর উদ্দিনের পুত্র ইসরাইল (২০), মুক্তাপুর গ্রামের মৃত রশিদ আলীর পুত্র হারুন রশিদ (৫৫), মামুন রশিদ (৪৮), একই গ্রামের কুতুব আলীর পুত্র কবির উদ্দিন (৪২), মৃত সিকন্দর আলীর পুত্র হেলাল উদ্দিন (৫০), বড়দেশ দক্ষিন গ্রামের ময়নুল হকের পুত্র পরোয়ানা ভূক্ত আসামী শাহিনুল আম্বিয়া, ভাটিবারাপৈত গ্রামের মৃত উমর আলীর পুত্র আলী হোসেন (৫২) কে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। ধৃত আসামীদের আজ শনিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়