নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলা পুলিশের তৎপরতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে নিখোঁজ বাক প্রতিবন্ধী কিশোরকে স্বল্প সময়ের মধ্যে কানাইঘাট থানা পুলিশ উদ্ধার করেছে। মহিউদ্দিন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কেবলাই গ্রামের নোয়াব আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে মহিউদ্দিন (১৫) নামে ওই বাক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়। নিখোঁজের সংবাদ সিলেট জেলা পুলিশ জানার পর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন তাৎক্ষণিক ভাবে জেলার সকল থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থার নেয়ার জন্য নির্দেশ দেন।
জেলা পুলিশের ব্যাপক তৎপরতায় স্বল্প সময়ের মধ্যে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে কানাইঘাট থানার পুলিশ বাকপ্রতিবন্ধী কিশোর মহি উদ্দীনকে কানাইঘাট থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
তাকে উদ্ধারের খবর মহিউদ্দীনের পিতা নোয়াব আলীকে জানালে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা জেলা পুলিশকে ধন্যবাদ জানান।
বাকপ্রতিবন্ধী কিশোর মহিউদ্দীনকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম দস্তগীর আহেমদ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়