Saturday, August 26

প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের অভিষেক সম্পন্ন


কানাইঘাট নিউজ ডেস্ক :

গত ২৪শে আগষ্ট বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২ ঘটিকায় উলামায়ে কেরাম নেতৃত্বাধীন সামাজিক জনকল্যাণমূলক সংগঠন "প্রকাস ফাউন্ডেশন কানাইঘাট সিলেট র অভিষেক ও শপথ অনুষ্ঠান ফাউন্ডেশন সভাপতি মাওলানা তাজ উদ্দিন সাহেবের সভাপতিত্বে জয়েন্ট সেক্রেটারী হাফিজ বুরহান উদ্দিন সাহেবের পরিচালনায়, হাফিজ ময়নুল ইসলাম সাহেবের কালামুল্লাহর তেলাওয়াতের মাধ্যমে অনলাইনে জুম এপ্সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সতস্ফোর্ত সদস্যগণের অংশ গ্রহণে সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় নসিহত পেশ করেন - ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শাইখুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ক্বাসিমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি - শাইখুল হাদীস মাওলানা আতাউর রহমান কম্পানিগঞ্জি, প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের অভিভাবক পরিষদ সদস্য মাওলানা সুরুজ আলী সাহেব সৌদি আরব।

আলোচনা পেশ করেন - প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসিমী, মাওলানা মুফতি এহসান উল্লাহ - কুয়েত। সহ-সভাপতি- মাওলানা মাওলানা আব্দুস শহিদ জমিয়তী কাতার, মাওলানা বদরুল ইসলাম চতুলী -সৌদিআরব, মাওলানা আলিম উদ্দিন- স্পেন, মাওলানা শিব্বির আহমদ মির্জাগড়ী সৌদি আরব, প্রকাস সেক্রেটারী- মাওলানা আব্দুল হালীম সাতবাঁকী, সহ সেক্রেটারী - মাওলানা সালেহ আহমদ-সৌদিআরব, মাওলানা ফাহাদ হোসাইন- সৌদি আরব, মাওলানা হাফিজ আলতাফ হোসেন, মাওলানা তৈয়্যিবুর রাহমান, প্রকাস সাংগঠনিক সম্পাদক - মাওলানা শিব্বির বিন আব্দুল হান্নান সৌদি আরব,সহ সাংগঠনিক সম্পাদক -হাফিজ সিরাজুল ইসলাম -সৌদি আরব, 

মাওলানা এমাদ উদ্দিন সালিম আকুনী, অর্থ সম্পাদক - মাওলানা জাহিদ নাছির চৌধুরী, সহ-অর্থ সম্পাদক - মাও কবির আহমদ -ওমান, প্রচার সম্পাদক -হাফিজ আশিক আহমদ, সহ-প্রচার সম্পাদক - মুহাম্মদ ফয়সল আহমদ -কাতার, 

সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ  কাতার, সহ-সমাজ কল্যাণ সম্পাদক -মাওলানা নজীর আহমদ -দুবাই, মাওলানা জয়নুল হক সৌদি আরব, হাফিজ আম্বিয়া- ওমান, সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক - হাফিজ ময়নুল ইসলাম- দুবাই, দফতর ও পাঠাগার সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল হামিদ রফিকী কাতার, সহদফতর ও পাঠাগার সম্পাদক - হাফিজ রফিক আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক - মাওলানা আলিম উদ্দিন -সৌদিআরব, মাওলানা ফখরুল ইসলাম রুবেল ও মাওলানা তোফায়েল আহমদ,  প্রমুখ।

শপথ ও দায়িত্ব গ্রহণের পর ঘন্টা ব্যাপী ফাউন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা হয় এর মধ্যে উল্লেখযোগ্য অর্থাৎ ফাউন্ডেশনের আগামী কার্রক্রম পরিচালনার জন্য ১৫ সদস্য বিশিষ্ট শুরা (কাছ) কমিটি উপস্থিত সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। 

পরিশেষে মাওলানা নূর আহমদ ক্বাসিমী সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।( বিজ্ঞপ্তি)


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়