নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাটে নির্মাণধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
বুধবার(২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালি মাধ্যমে কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সহ সারাদেশের আরো ১৫টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী।
এ উপলক্ষে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হকের সাথে সংযুক্ত হয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন এবং বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন। এ সময় বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন কানাইঘাটে ৫ তলা বিশিষ্ট আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। সরকারের সাথে বীরমুক্তিযোদ্ধাগণ রয়েছেন। আধুনিক কমপ্লেক্স ভবনের নির্মাণের মাধ্যমে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও কানাইঘাট উপজেলা কমান্ডের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুসন নানকা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা প্রকৌশলী আবু হানিফা, থানার ওসি (তদন্ত) ওজায়ের আল-মাহমুদ আদনান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, নুরুল হক প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়