কানাইঘাট নিউজ ডেস্ক :
পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরত সিলেটের কানাইঘাট উপজেলার রেমিটেন্স যোদ্ধাদের জনকল্যাণমূলক সংগঠন 'প্রকাস কল্যাণ ফাউন্ডেশন'র কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১৬ আগস্ট (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটার দিকে ভার্চুয়াল মাধ্যমে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। আমেরিকা প্রবাসী মাওলানা তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আলিম উদ্দিনের সঞ্চালনায় সভার শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আশিক আহমদ।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা শফিকুল হক সুরইঘাটি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অভিভাবক পর্ষদ সদস্য মাওলানা হারিছ উদ্দিন, মাওলানা সূরুজ আলী।
ভার্চুয়াল সভায় আমেরিকা, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, সৌদি, দুবাই, কাতার, কুয়েত, উমান, বাহরাইন, মালদ্বীপসহ প্রবাসের বিভিন্ন দেশ হতে প্রবাসী সদস্যদের উপস্থিতিতে ও সকলের মতামতের ভিত্তিতে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ কমিটি গঠন করে ঘোষণা করা হয়।
আমেরিকা প্রবাসী মাওলানা তাজ উদ্দিনকে সভাপতি ও মাওলানা মাওলানা আব্দুল হালিম সাঁতবাকিকে সেক্রেটারী করে উক্ত কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি- মাওলানা নূর আহমদ ক্বাসিমী, মাওলানা মুফতি এহসান উল্লাহ, জয়েন্ট সেক্রেটারী -মাওলানা মুফতি ইবাদুর রাহমান ক্বাসিমী, হাফিজ বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- মাওলানা শাব্বির বিন আব্দুল হান্নান, অর্থ সম্পাদক মাওলানা জাহিদ নাসির চৌধুরী, প্রচার সম্পাদক- হাফিজ আশিক আহমদ।
পরিশেষে মাওলানা হারিছ উদ্দিনের দোয়ার মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।( প্রেস বিজ্ঞাপ্তি)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়