কানাইঘাট নিউজ ডেস্ক :
সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান বলেছেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। স্বপরিবারের বঙ্গবন্ধুকে হত্যার পর কোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পরে ঘৃণার বিষবাম।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানিদের শোষন পরাধীনতা থেকে মুক্ত করে একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর নীতি আদর্শ ছড়িয়ে দিতে হবে।
তিনি (১৭ আগস্ট) বৃহস্পতিবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে হাওড় উন্নয়ন পরিষদ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হাওড় উন্নয়ন পরিষদের মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিএম জিএফএর সিলেট বিভাগীয় সহ-সভাপতি বেলাল উদ্দিন এডভোকেট, সিলেট জজকোর্টের এপিপি মামুন রশিদ, তাহিরপুর সমিতির সভাপতি আলহাজ্ব তারা মিয়া তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাওড় উন্নয়ন পরিষদের সহ-সভাপতি শ্যামল চৌধুরী, শেখ আক্তারুজ্জামান আক্তার, ইউসুফ সেলু, আফরোজ তালুকদার, শামীমা আক্তার চৌধুরী। দোয়া পরিচালনা করেন মো. বেলাল আহমদ (বিজ্ঞপ্তি)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়