নিউজ ডেস্ক:
বোনের প্রেমিককে পছন্দ নয়। এ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হত ভাই–বোনের। শেষ পর্যন্ত এর পরিণতি হলো ভয়াবহ। বোনের গলা কেটে খুন করে কাটা মাথা নিয়ে থানায় হাজির হলো যুবক।
ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঁকিতে। খবর ইন্ডিয়া ডটকমের
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ফতেহপুরের মিথওয়ারা গ্রামে বোন আশিফার (১৮) প্রেম নিতে পারেননি ভাই রিয়াজ। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াজ ধারালো অস্ত্র দিয়ে আশিফাকে গলা কেটে হত্যা করেন। পরে তার কাটা মাথা হাতে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন রিয়াজ।
এ নিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা আশুতোষ মিশ্র বলেন, আশিফার সঙ্গে চাঁদ বাবু নামের একজনের প্রেম ছিল। সম্প্রতি তারা বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। পরে পুলিশ আশিফাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। আর বাবুকে গ্রেফতার করে জেলে পাঠায়।
স্থানীয়রা জানিয়েছেন, রিয়াজ তার বোনের সম্পর্ক মেনে নিতে পারেননি। এ নিয়ে প্রায়ই তাদের ঝগড়া হতো।
পুলিশ জানিয়েছে, বাড়ির কাছেই কোনও একটি জায়গায় বোনের গলা কেটে খুন করে ভাই। মাথাহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়