Thursday, July 20

কলকাতার ছবিতে শাকিব?


বিনোদন ডেস্ক :

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে শেষ পশ্চিমবঙ্গের ছবিতে দেখা গেছে পাঁচ বছর আগে। এরপর আর টলিউডের পর্দায় হাজির হননি এ তারকা। শোনা যাচ্ছে, ফের কলকাতার ছবিতে দেখা দেবেন শাকিব। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


শোনা যাচ্ছে, অগস্ট মাসে কলকাতায় যাবেন শাকিব। এসকে মুভিজ়ের সঙ্গে আগামী মাসে মিটিং হওয়ার কথা এ তারকার। সব ঠিক থাকলে শিগগিরই নাকি নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি।

এর আগেও এই এসকে মুভিজ় প্রযোজিত ছবিতে দেখা গিয়েছিল শাকিবকে। ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার কোন নায়িকার সঙ্গে জুটি  বাঁধবেন শাকিব? তা নিয়ে প্রশ্ন চারিদিকে। সূত্র বলছে, এখনও নায়িকা ঠিক হয়নি। গল্প নিয়ে আলোচনার করার জন্যই নাকি কলকাতা যাচ্ছেন তিনি।


ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফ নির্মিত এ ছবি দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে তাণ্ডব চালাচ্ছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়