Thursday, July 20

শাল্লায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা

 


কানাইঘাট নিউজ ডেস্ক :

সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাল্লা উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের শাল্লা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ও ঘুঙ্গিয়ারগাঁও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মহিতোষ দাস, সহ সভাপতি রঞ্জন কুমার বৈষ্ণব, শিক্ষক সজল চন্দ্র সরকার, প্রভাষক ক্ষিতিশ চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ দাস, সদস্য করুণা সিন্ধু দাস, ১নং আটগাঁও ইউপির আহ্বায়ক সতীশ সমাজপতি, ৪নং শাল্লা ইউপির আহ্বায়ক সুধীর চন্দ্র সরকার, ৩নং বাহাড়া ইউপির আহ্বায়ক নরেন্দ্র কুমার দাস প্রমুখ।


সভায় আগামী ১ মাসের মধ্যে উপজেলার ৪টি ইউনিয়ন কমিটির সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়। পরিচিতি সভায় উপজেলা কমিটি ও ইউনিয়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়