নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৮ আসামিকে গ্রেফতার করেছে।
শুক্রবার(২১ জুলাই) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে জৈন্তাপুর মডেল থানায় দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি উপজেলার বড়বন্দ ৪র্থ খন্ড (নয়ামাটি) গ্রামের মৃত আব্দুর রব কনাই মিয়ার পুত্র শাহাব উদ্দিন (৪৮), কানাইঘাট সি.আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি পশ্চিম জুলাই গ্রামের মৃত ওয়াতির আলীর পুত্র বাহার উদ্দিন (৪৫),বশির উদ্দিন (৫০), বশির উদ্দিনের পুত্র আবিদ (২০), ডাউকেরগুল বাখালছড়া গ্রামের পৃথম ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ হাবিবুর রহমানের পুত্র ছামির উদ্দিন উরফে তমির উদ্দিন (২৫), একই গ্রামের মোঃ জামির আলীর পুত্র মোঃ সিফাত(২৮), গোলাপগঞ্জ জি.আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সুতারগ্রাম উত্তর গ্রামের ফারুক আহমদের পুত্র রাজু আহমদ (১৯) ও পৃথক ওয়ারেন্ট ভুক্ত আসামি ডাউকেরগুল গ্রামের আব্দুল মুছব্বিরের পুত্র সানুর (৩৫) কে গ্রেফতার করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামিদের নিয়মিত ভাবে গ্রেফতার সহ অপরাধ দমনে কানাইঘাট থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়