কানাইঘাট নিউজ ডেস্ক :
দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসার মুহতামিম, দরগাহ মাদ্রাসার শায়খুল হাদিস, দরগাহ মসজিদের খতিব, প্রথিতযশা আলেম হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
বুধবার (১৭ মে) সন্ধ্যায় প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে সিলেট তথা সমগ্র জাতি একজন প্রখ্যাত দ্বীনে আলেমকে হারালো। তিনি ছিলেন সিলেট তথা মুসলিম সমাজের একজন অভিভাবক। তাঁর এই শুণ্যস্থান অপূরণীয়।
শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি) বুধবার (১৭ মে) মাগরিবের নামাজের পর তিনি দরগাহ মাদরাসায় তাঁর নিজ বিশ্রামকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে মুফতি মুহিব্বুল হকের বয়স হয়েছিল ৭৮ বছর।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়